ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

দোহারে ৩ স'মিল মালিককে অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় তিনটি স'মিল মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলায় স' মিল প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স ও নবায়ন সংক্রান্ত বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময়ে ১০ টি স' মিলে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও নবায়ন ফি বাকি থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত খান স' মিলের মালিক মোয়াজ্জেম হোসেনকে ২ হাজার টাকা, নূরজাহান স' মিলের মালিক মো. সাখাওয়াত হোসেনকে ২ হাজার টাকা এবং হযরত অালী স' মিলের মালিককে ৪ হাজার টাকা-সহ ৩ টি স' মিল মালিককে  মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এসময় উপজেলা বন কর্মকর্তা ও দোহার থানা পুলিশ সহযোগীতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার স' মিল প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স ও নবায়ন সংক্রান্ত বিষয়ে অামাদের অভিযান অব্যাহত থাকবে।
ads

Our Facebook Page